ওয়াশিংটন: আমেরিকায় ইউ টিউবের সদর দফতরে গুলি। জখম ৩। আত্মঘাতী মহিলা হামলাকারীও। সিলিকন ভ্যালির কাছেই সান ব্রুনোর চেরি অ্যাভিনিউতে ইউ টিউবের সদর দফতর। গতকাল সেখানে বন্দুক নিয়ে হামলা চালান এক মহিলা। এলোপাথাড়ি গুলিতে জখম হন ৩ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী মহিলাও গুলি চালিয়ে আত্মঘাতী হন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনায় জখম ৩৬ বছরের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি। ঘটনায় জখমদের আরোগ্য কামনা করেছেন তিনি।
স্থানীয় সময় দুপুর ১২.৪৬ টা নাগাদ সান ব্রুনো পুলিশের কাছে জরুরি কল আসে। দু মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করে। ততক্ষণে বহু কর্মী ওই বিল্ডিং ছে়ড়ে পালাতে শুরু করেন। তারইমধ্যে বিল্ডিংয়ের নিচে এক মহিলাকে গুলিবিদ্ধ মহিলাকে দেখতে পায় পুলিশ। ওই মহিলা নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ।
বিশ্বের সর্ববৃহত্ অনলাইন ভিডিও ওয়েবসাইটের মালিক সংস্থা গুগল তাদের সমস্ত কর্মী ও অন্যান্য ব্যক্তিদের ওই এলাকা থেকে দূরে থাকার বার্তা দিয়ে ট্যুইট করে। কর্মীদের জন্য হেল্পলাইনেরও ব্যবস্থা করা হয়। গুগল আরও জানায়, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলা হয়েছে।
আমেরিকায় ইউ টিউবের সদর দফতরে গুলি, জখম ৩, আত্মঘাতী মহিলা হামলাকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2018 09:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -