পটনা: এক মহিলার অস্ত্রোপচারের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জেরে টর্চ ব্যবহার করতে বাধ্য হলেন চিকিৎসক। মারাত্মক এই ঘটনা ঘটেছে বিহারের সহর্ষ জেলার সদর হাসপাতালে। অস্ত্রোপচার অবশ্য সফল হয়েছে বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সেখানে জেনারেটরের ব্যবস্থা নেই। সেই কারণেই টর্চের আলোয় অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছেন চিকিৎসক।

সংবাদসংস্থা এএনআই এই অস্ত্রোপচারের ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, যে মহিলার অস্ত্রোপচার করা হচ্ছে, তিনি সংজ্ঞাহীন অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছেন। তাঁকে ঘিরে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন। তাঁদের মধ্যে একজনের হাতে টর্চ। চিকিৎসকদের পরিচিত সাদা অ্যাপ্রনের বদলে খাকি জামা পরা এক ব্যক্তি সেলাই করছেন।



কিছুদিন আগেই বিহারের খাগাড়িয়া জেলায় মোবাইল ফোনের টর্চের আলোয় অস্ত্রোপচার হওয়ার কথা জানা গিয়েছিল। এবার সহর্ষতেও একই ঘটনা ঘটল। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সরকারেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।