ভদোদরা: খাপ পঞ্চায়েতের নির্দেশে স্ত্রী ও তাঁর প্রেমিককে চাবকাল স্বামী! গুজরাতের ছোটা উদয়পুর জেলার কালেদিয়া গ্রামের ঘটনা।

জেলার পুলিশ সুপার পি সি বারন্দা জানিয়েছেন, দীনেশ তাড়ভি নামে অভিযুক্তের স্ত্রী ললিতা গত মাসে প্রেমিকের সঙ্গে পালিয়ে সৌরাষ্ট্রে চলে যায় বলে অভিযোগ। কিন্তু দুজনেই ধরা পড়ে যায়। ফিরে এলে গ্রামের খাপ পঞ্চায়েতের বিচারে ললিতা ও তার প্রেমিক সোমা তাড়ভিকে নির্দেশ দেওয়া হয়, ললিতার স্বামী দীনেশ তাড়ভিকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। না পারলে চাবুক মারা হবে দুজনকেই। সোমা টাকা দিতে পারবে না জানাতেই তাকে ও ললিতাকে নির্মম ভাবে চাবুকের বাড়ি মারে দীনেশ। সেই দৃশ্যের ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ায় ঘটনাটি জানাজানি হয়।

ঘটনাচক্রে সোমা, দীনেশ, ললিতা—তিনজনেই দিনমজুর। সোমার বাবা গাজু তাড়ভির অভিযোগে মামলা রুজু হয়েছে। বেপাত্তা দীনেশের খোঁজে টিম তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।