নয়াদিল্লি: দেরি করে আসার অভিযোগে বিমানে ওঠার অনুমতি না মেলায় এয়ার ইন্ডিয়ার ডিউটি ম্যানেজারকে চড় মেরে পাল্টা চড় খেলেন মহিলা যাত্রী। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকালের ঘটনা। ওই মহিলা যাত্রী আমদাবাদ যাচ্ছিলেন।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, দেরি করে আসায় চেক ইন করা যাবে না বলে ওই মহিলা যাত্রীকে এক কাউন্টার কর্মী জানিয়ে দেওয়ার পর দুজনের তর্কাতর্কি শুরু হয়। কাউন্টার কর্মী তাঁকে ডিউটি ম্যানেজারের কাছে যেতে বলেন। ডিউটি ম্যানেজারও মহিলা। তাঁর সঙ্গেও কথাকাটাকাটি হয় ওই যাত্রীর। আচমকা তিনি ডিউটি ম্যানেজারকে চড় মেরে বসেন। পাল্টা ডিউটি ম্যানেজারও তাঁকে চড় মারেন বলে জানান বিমানবন্দরে নিযুক্তি ডিসিপি সঞ্জয় ভাটিয়া। পরে ডিউটি ম্যানেজার পুলিশ ডাকেন, থানায়ও যান। যদিও শেষ পর্যন্ত বিবাদ মিটে যায়, ওই মহিলা যাত্রী ও ডিউটি ম্যানেজার পরস্পরের কাছে ক্ষমা চেয়ে নেন বলে জানান বিমান সংস্থার মুখপাত্রটি।
দেরি, বিমানে উঠতে না পেরে চড় মহিলা যাত্র্রীর, পাল্টা দিলেন ডিউটি ম্যানেজারও
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2017 03:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -