নয়াদিল্লি: গুরগাঁও-এ দুই মাস আগে ২৪ বছরের এক তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দূর সম্পর্কের আত্মীয়র বিরুদ্ধে। ওই তরুণীর অভিযোগ, মহেন্দ্রগড়ে নিজের বাড়ি থেকে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ওই তরুণীর সঙ্গে দেখা হয় তাঁর ওই দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে। অভিযুক্ত তরুণীকে একটি হোটেলে থাকতে রাজি করায়। এর রাতে তরুণী যখন ঘুমিয়ে ছিলেন, অভিযুক্ত তখন তাঁকে যৌন নিগ্রহ করে।

গত ২২ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। গত শনিবার এই ঘটনায় নির্যাতিতা মহেন্দ্রগড় থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই ঘটনা সম্পর্কে গুরগাঁও থানাকে জানানো হয়।

গুরগাঁও-এ পুলিশের জনসংযোগ আধিকারিক সুভাষ বোকান জানিয়েছেন, মহেন্দ্রগড়ে যে জিরো এফআইআর দায়ের করা হয়েছিল, তা গুরগাঁও-এর মহিলা থানার কাছে স্থানান্তরিত করা হয়। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে।

পুলিশের ওই আধিকারিক বলেছেন, বয়ানে নির্যাতিতা জানিয়েছেন যে, পরীক্ষা দিতে গুরগাঁও-এ এসেছিলেন তিনি। পরীক্ষাকেন্দ্রে তাঁর সঙ্গে অভিযুক্তর দেখা হয়। অভিযুক্ত তাঁর দূর সম্পর্কের আত্মীয়। সে তাঁকে গুরগাঁও বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলে থাকতে রাজি করায়। হোটেলের ঘরে রাতে যখন ঘুমোনোর সময় ওই তরুণীকে যৌননিগ্রহ করে। ঘটনার কথা কাউকে বললে চরম পরিণতির হুমকিও দেয় অভিযুক্ত। পরীক্ষা এর পরদিন থাকায় নির্যাতিতা ঘটনা সম্পর্কে পরিবারের কাউকে জানাননি। পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসেন। কয়েকদিন ধরে ওই দুঃসহ অভিজ্ঞতার যন্ত্রনা বয়ে বেড়ানোর পর নির্যাতিতা সব ঘটনা পরিবারের লোকজনকে জানান।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।