জম্মু: জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে আসা পাথরের আঘাতে মৃত্যু হল ২৩ বছরের এক তরুণী তীর্থযাত্রীর। কাটরা থেকে পায়ে হেঁটে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মন্দিরের দিকে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা আশিকি বৈদ্য। হিমকোটির কাছে একটি টিলা থেকে পাথর গড়িয়ে এসে তাঁকে আঘাত করে। তাঁর পায়ে ও বুকে গুরুতর আঘাত লাগে। তাঁকে ভবন ডিসপেনসারিতে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। তরুণীর দেহ তাঁর স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে।