কানপুরে মহিলাকে গণধর্ষণের পর মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ
Web Desk, ABP Ananda | 27 Aug 2016 01:01 PM (IST)
কানপুর: মধ্যবয়সী এক মহিলাকে ধর্ষণ করে মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠেছে ৩ জনের বিরুদ্ধে। এলাহাবাদের ঘটনা। পুলিশ জানিয়েছে, কানপুর রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের ওপর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় বছর ৪০-এর ওই মহিলাকে। পুলিশ সূত্রে খবর, মহিলার চোখ, মুখ, গলার অনেকটা অংশ পুড়ে গিয়েছে। এতটাই খারাপ অবস্থা যে, মহিলাকে সনাক্ত করতে বেশ অসুবিধায় পড়তে হয় পুলিশকে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখের বেশ খানিকটা পুড়ে যাওয়ায় কথা বলতে পারছেন না তিনি। মহিলা কোনওরকমে জানিয়েছেন তিন জন মিলে তাঁকে ধর্ষণ করে মুখে অ্যাসিড ছোঁড়ে। তবে এর থেকে বেশি তাঁর কাছ থেকে কিছুই জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। মহিলার অবস্থার একটু উন্নতি হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।