মহিলাকে ধর্ষণ, মারধর, ধৃত তিন নাবালক
ABP Ananda, web desk | 01 Apr 2017 09:46 AM (IST)
এটা: উত্তরপ্রদেশের এটাতে এক মহিলাকে ধর্ষণ করল তিন নাবালক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, সরায় রাজনগর গ্রামে নির্যাতিতা মহিলা গত বুধরাত রাতে মাঠে গিয়েছিলেন। সেই সময়ই ওই তিন অভিযুক্ত তাঁকে ধরে ফেলে ধর্ষণ করে। বাধা দিলে ওই মহিলাকে বেধড়ক মারধরও করে অভিযুক্তরা। মহিলার অভিযোগের ভিত্তিতে তিন নাবালকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তিন অভিযুক্তকেই আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।