নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের ফাঁদ পেতে ২৫ বছরের মহিলাকে ধর্ষণ। পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লির বাসিন্দা ওই মহিলার সঙ্গে অভিযুক্তের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। এরপর চাকরি দেওয়ার টোপ দেখিয়ে অভিযুক্ত মহিলাকে দক্ষিণ দিল্লির সাকেত এলাকার একটি পাঁচতারা হোটেলে ডেকে পাঠায়। সোমবার সন্ধেয় ওই হোটেল অভিযুক্ত মহিলাকে মাদক মেশানো পানীয় খাইয়ে পার্কি লটে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
অভিযুক্ত এখনও ফেরার। ম্যাজিস্ট্রেটের সামনে ওই মহিলার বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে চাকরির টোপ দিয়ে মহিলাকে ধর্ষণ
ABP Ananda, web desk
Updated at:
21 Jun 2017 10:08 AM (IST)

দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -