মুজফফরনগর: উত্তর প্রদেশের শামলি জেলায় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তর সঙ্গে ছিল তার ২ সঙ্গী, তারা গোটা ঘটনার ভিডিও করে। বৃহস্পতিবার স্থানীয় গোহরপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। বছর তিরিশের ওই মহিলাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মহিলা জানিয়েছেন, তাঁকে জোর করে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক ব্যক্তি। সঙ্গে তার ২ বন্ধু ছিল, তারা তাঁকে মারধর করে, গোটা ঘটনার ভিডিও করে নেয়। ৩ অভিযুক্ত পলাতক। তাদের সন্ধান করছে পুলিশ।