লখনউ: তিন তালাক রদ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত এক মিছিলে যোগ দেওয়ায় এক মহিলাকে তিন তালাক দিলেন তাঁর স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের বরেলির। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির বোন ফারহান নকভির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ফায়রা নামে ওই মহিলা। ফারহান তাঁকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

যে মিছিলে যোগ দেওয়ায় ফায়রাকে তিন তালাক দিয়েছেন তাঁর স্বামী দানিশ, সেই মিছিলের আয়োজন করেছিলেন ফারহান। সংসদের শীতকালীন অধিবেশনে তিন তালাক বিরোধী বিল পেশ করতে চলায় মোদী সরকারকে ধন্যবাদ জানানো হয় এই মিছিল থেকে। এই মিছিলে তিন তালাকের শিকার হওয়া মহিলাদের পাশাপাশি সাধারণ মুসলিম মহিলারাও যোগ দেন।

ফায়রার অভিযোগ, তিনি বাড়ি ফিরতেই দানিশ প্রশ্ন করেন, ‘কোথায় গিয়েছিলে?’ ফায়রা জবাব দেন, ‘প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানানোর মিছিলে গিয়েছিলাম।’ এরপরেই তিন তালাক দেন দানিশ। মারধর করে এক বছর বয়সি সন্তানের সঙ্গে ফায়রাকে বাড়ি থেকে বার করে দেন তাঁর স্বামী।

ফায়রার আরও অভিযোগ, দানিশের সঙ্গে প্রেমের পর বিয়ে হলেও, বিয়ের পরে তিনি জানতে পারেন, মামীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক আছে। তাঁদের একটি পুত্রসন্তানও আছে। এই সম্পর্ক নিয়ে ফায়রা আপত্তি জানানোয় তাঁর সঙ্গে দানিশের বিবাদ শুরু হয়। সেই কারণেই ফায়রাকে তিন তালাক দিয়েছেন দানিশ। এরপর থানায় গিয়ে সাহায্য না পেয়ে ফারহানের দ্বারস্থ হয়েছেন ফায়রা। সেখানেও পৌঁছে যান দানিশ। ফারহানের বাসভবনেই স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া হয়। ফায়রা এখন ন্যায়বিচার চাইছেন।