নয়াদিল্লি: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর কাছ থেকে দামী জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাঁকে ধর্ষণ করল এক দুষ্কৃতী। গতকাল শাহদরা ও ওল্ড দিল্লি স্টেশনের মাঝে ট্রেনের মহিলা কামরায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ওই ট্রেনের মহিলা কামরায় পাঁচজন যাত্রী ছিলেন। চার জন মহিলা যাত্রী শাহদরা স্টেশনে নেমে যান। ওই স্টেশনেই কামরায় ওঠে তিনজন।তাদের মধ্যে দুজন ৩২ বছরের ওই মহিলার  ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। তৃতীয় দুষ্কৃতী ওই মহিলাকে ধর্ষণ ও মারধর করে।

পুলিশের দুই কনস্টেবল ট্রেনে উঠে ওই ঘটনা দেখতে পান। তাঁরা দেখেন, ওই মহিলা প্রাণপনে দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ ওই দুষ্কৃতীকে ধরে ফেলে। ওল্ড দিল্লি স্টেশনে ট্রেন পৌঁছনোর পর ওই মহিলা ও দুষ্কৃতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত শাহবাজ (২৫)-কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

নির্যাতিতা মহিলা বিহারের বাসিন্দা। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি এসেছিলেন।