কোরবা: স্বামীর আত্মীয় ধর্ষণের চেষ্টা করেন। বাধা দেওয়ায় গৃহবধূকে জ্বালিয়ে দিলেন সেই আত্মীয়। কোরবার ঘটনা। পুলিশ জানিয়েছে, এখান থেকে প্রায় ১৫ কিমি দূরে উরগা থানার অধীনে ৩০ বছর বয়সি ওই মহিলার বাড়িতে গতকাল সকালে কেউ ছিলেন না। সেই সুযোগে তাঁর শ্বশুরবাড়ির দিকের আত্মীয় রমেশ পটেল তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি প্রতিরোধ করায় পটেল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন, তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মহিলার আর্ত চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে ৭০ শতাংশ পুড়ে গিয়েছেন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সেখানে মারা যান তিনি।
স্থানীয় থানার এসএইচও বলেন, গতকাল বিকালে মৃত্যুর আগে আমরা ওই মহিলার জবানবন্দি রেকর্ড করি।
এর আগে ২২ ফেব্রুয়ারিও পটেল ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছিল, তবে প্রতিরোধের মুখে নিরস্ত হয় বলে জানিয়েছেন পুলিশকর্তাটি।
মাদওয়ারানি গ্রামের বাসিন্দা পলাতক পটেলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।