বেতুল: ভাগ বাটোয়ারার পর জলের কল পড়েছে অন্যভাগে। সেখান থেকে জল আনতে গিয়েই শ্বশুর, শ্বাশুরি, ননদ ও দেওরের সঙ্গে বচসায়  জড়িয়ে পড়েন ৪০ বছরের দ্বারকা বাই। এরপরই তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনা মধ্যপ্রদেশের বেতুলে। ৮০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে ভোপালের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দ্বারকা বাই। তাঁর শ্বশুর ভাদিয়া সাহু, শ্বাশুরি রমরতি বাই, ননদ লালি বাই, দেওর রাজেন্দ্র সাহু ও ভোলা সাহুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চক্রান্ত) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।


পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার সকালেই দ্বারকা বাইয়ের সঙ্গে শ্বশুর, শ্বাশুরির বচসার সূত্রপাত হয়। কল থেকে জল নেওয়া নিয়েই বাধে বিবাদ। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দ্বারকা বাইয়ের স্বামীকে ঘরবন্দি করে তাঁর গায়ে কেরোসিন ঢালতে শুরু করে শ্বশুর-শ্বাশুরি সহ অন্যান্যরা। তারপরই ঘটানো হয় অগ্নিসংযোগ। যতক্ষণে দ্বারকা বাইয়ের স্বামী ও সন্তান ঘর থেকে বাইরে বেড়িয়ে আসে, ততক্ষণে দেহের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছে তাঁর। ওই অবস্থাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বেতুল জেলা হাসপাতালে। সেখান থেকে দ্বারকা বাইকে স্থানান্তর করা হয় ভোপালে। চিকিৎসকরা জানিয়েছেন দ্বারকা বাইয়ের অবস্থা সঙ্কটজনক।