লখনউ: পিছু ধাওয়া করে থানায় ঢুকে এক মহিলাকে গুলি করে খুন করল এক ব্যক্তি। পালানোর সময় থানার সামনেই ধরা পড়ে অভিযুক্ত। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরিতে।


খবরে প্রকাশ, জমি সংক্রান্ত বিবাদের জেরে আনিসা বেগম নামে ওই মহিলা আগরা গেট পুলিশ চৌকি থানায় হুমকির অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন।


অভিযোগ, মহিলার পিছু ধাওয়া করে থানায় ঢোকে অভিযুক্ত ওয়াসিম, তার মা ও দিদি। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানার মধ্যেই তিনজন মিলে আনিসাকে চড়-থাপ্পড় মারতে শুরু করে দেয়।


এর মধ্যেই আচমকা রিভলবার বের করে আনিসাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চারটি গুলি চালায় ওয়াসিম। একটি গুলি লাগে আনিসার ঘাড়ে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার পর থানা থেকে বেরিয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলে পুলিশের সামনেই গণধোলাই দেয়। পরে ওয়াসিম ও তার মা, দিদিকে গ্রেফতার করেছে পুলিশ।


প্রসঙ্গত, রাজধানী লখনউ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত মৈনপুরী হল সমাজবাদী পার্টি প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের কেন্দ্র।