পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম এস স্বাতী। বয়স আনুমানিক ২৪। কিছুদিন ধরেই তাঁর পিছু নিয়ে তাঁকে উত্যক্ত করছিল এক ব্যক্তি, এমনই অভিযোগ। স্টেশনের নিকটবর্তী চুলাইমেডুর বাসিন্দা, নামী সফটওয়্যার সংস্থার ওই কর্মী নিত্যদিনের মতো সকালে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন। তখনই লোকটি তাঁর ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, লোকটি ওই মহিলার সামনে দাঁড়ায়। দুজনের তর্কাতর্কির মধ্যেই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে তাঁকে কোপায় লোকটি। মাটিতে লুটিয়ে পড়েন মহিলা।
ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে এক বিবৃতিতে ইনফোসিস বলেছে, চেন্নাইয়ে আমাদের কর্মীর মৃত্যুর ঘটনায় আমরা ব্যথিত। ঘটনার তদন্তে নামা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা। তাদের প্রতি আমাদের সহযোগিতা, সমর্থন অব্যাহত থাকবে।তাঁর পরিবারের প্রতিও আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁদের শোক, বিপর্যয়ের সময় প্রয়োজনীয় যাবতীয় সহায়তা দেব আমরা।
তবে চেন্নাইয়ের অন্যতম ব্যস্ত স্টেশন হওয়া সত্ত্বেও সিসিটিভি না থাকায় ঘটনার কোনও ফুটেজ নেই পুলিশের হাতে। ফলে খুনীর হদিশ পেতে সমস্যা হচ্ছে।