ফের বিয়ে, রাগে স্বামীকে অ্যাসিড ছুঁড়ল স্ত্রী
Web Desk, ABP Ananda | 23 Sep 2016 05:12 PM (IST)
জম্মু: স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছে। সেই রাগেই পেশায় পুলিশ কনস্টেবল স্বামীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারলেন স্ত্রী। সঙ্গে ছিল মেয়ের সমর্থনও। জম্মুর কাঠুয়ার বানি টাউন এলাকার ঘটনা। ১০ বছরের দাম্পত্য জীবন শামিমা আখতার ও মহম্মদ দিন-এর। এতদিন পর অন্য একজনের সঙ্গে স্বামীর দ্বিতীয়বার বিয়ে মেনে নিতে পারেননি তিনি। অ্যাসিড ছোঁড়েন স্বামীকে লক্ষ্য করে। মা-কে এ কাজে সাহায্য করেছে তাঁর মেয়ে। হামলার সময় আহত হন শামিমা নিজেও। জানা গিয়েছেস, দিন-এর শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সরকারি হাসপাতালে চিকিত্সাধীন তিনি। শামিমকেও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।