বুলধানা: কোলের সন্তানদ্বয়কে কুয়োয় ফেলে নিজেও ঝাঁপ দিলেন মা! ঘটনা মহারাষ্ট্রের বুলধানা জেলার। পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি, তারপরই ৩০ বছরের শীতল মোহন ভগৎ তাঁর যমজ কন্যা সন্তানদের কুয়োয় ফেলে নিজেও ঝাঁপ দেন বলে অভিযোগ। স্থানীয়দের নজরে আসতেই তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে কুয়ো থেকে দুই শিশুর দেহ উদ্ধার করে। শীতলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে, অবস্থা বেশ গুরুতর বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় উপযুক্ত ধারা অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে।