সুলতানপুর:  সুলতানপুরের সমাজবাদী পার্টির বিধায়ক অরুণ বর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ২২ বছরের তরুণীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রবিবার রাতে মহিলার বাড়ির কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, শনিবার থেকে নিখোঁজ ছিলেন ২২ বছরের ওই তরুণী। রবিবার জয়সিংহপুর এলাকার এক প্রাথমিক স্কুলের সামনে থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়। ওই তরুণী অরুণ বর্মা সহ আরও সাতজনের বিরদ্ধে ২০১৩ সালে তাঁকে গণধর্ষণ করার অভিযোগ এনেছিলেন। তারপর গতকাল রাতে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়।

মৃত মহিলার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে তরুণীর পরিবার।

সুলতানপুরের এসপি পবন কুমার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মৃত তরুণীর দেহ ময়নাতদন্তের জন্যেও পাঠানো হয়েছে। ভিসেরাও সংগ্রহ করে রাখা হয়েছে। তবে তরুণীকে খুনই করা হয়েছে, এমন কথা এখনই নিশ্চিত করে পুলিশের তরফে কিছু দাবি করা হয়নি। তদন্ত শুরু হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া গেলে অবশ্যই গ্রেফতার করা হবে অভিযুক্তদের, দাবি পুলিশের।

এপ্রসঙ্গে অভিযুক্ত বিধয়াকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর তরফে দাবি করা হয়েছে, নির্বাচন চলাকালীন তাঁকে ফাঁসানোর জন্যে এটা করা হয়েছে। অভিযুক্ত বিধায়কের দাবি এটা একটা রাজনৈতিক চক্রান্ত।  উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে। সাতদফায় ভোটগ্রহণ হবে সেখানে। পঞ্চম দফা অর্থাৎ আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা সুলতানপুরে।

তবে অরুণ বর্মার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, সেটা যদি প্রমাণ হয় তাহলে এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সপা-র ভবিষ্যত প্রশ্নের মুখেও পড়ে যেতে পারে। আপাতত, অরুণ বর্মার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে লড়ছেনও অভিযুক্ত বিধায়ক।

প্রসঙ্গত, ২০১৩ সালে এই সপা বিধায়ক ছাড়া আরও সাতজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী। যদিও পরে ওই তরুণী তাঁর অভিযোগ প্রত্যাহার করেন। পুলিশ এই ঘটনায় কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল, এবং তার বিচার প্রক্রিয়া এখনও চলছে।