অজ্ঞান করে চুল কেটে নিয়ে গিয়েছে রহস্যজনক ত্রিশূলধারী, অভিযোগ গুরুগ্রামের মহিলার, তদন্তে পুলিশ
Web Desk, ABP Ananda | 30 Jul 2017 01:24 PM (IST)
গুরুগ্রাম: রাজস্থান, হরিয়ানার বিভিন্ন প্রান্ত থেকে সম্প্রতি রহস্যজনকভাবে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মহিলাদের চুল কেটে নিচ্ছে বলে অভিযোগ আসছে। এবার গুরুগ্রামের এক মহিলা একই অভিযোগ করলেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুনীতা দেবী নামে ওই মহিলা জানিয়েছেন, শুক্রবার রাত দশটা নাগাদ লাল-হলুদ পোশাক পরা এক ষাটোর্ধ্ব ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। তার হাতে ত্রিশূল ছিল। সেই সময় তিনি একাই বাড়িতে ছিলেন। ওই ব্যক্তিকে ঢুকতে দেখে তিনি বাধা দেন। ওই ব্যক্তি চলে যায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই তিনি অজ্ঞান হয়ে যান। যখন জ্ঞান ফেরে, তখন দেখেন কেউ তাঁর চুল কেটে নিয়ে চলে গিয়েছে। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক রবীন্দ্র কুমার জানিয়েছেন, এই প্রথম গুরুগ্রামে এই ধরনের ঘটনার অভিযোগ পাওয়া গেল। ওই মহিলার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে। ওই মহিলার স্বামী থানায় অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। এর আগে হরিয়ানার অন্যান্য অঞ্চল ও রাজস্থান থেকে যে অভিযোগ এসেছিল, সেগুলির সঙ্গে এই অভিযোগ মিলিয়ে দেখা হচ্ছে। রাতে টহল বাড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।