নয়াদিল্লি: ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে দেখা যাবে বিএসএফের বাইক আরোহী মহিলা জওয়ানদের। ২৭ সদস্যের এই বিএসএফ মহিলা দল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নিজেদের কসরত দেখাবেন।
২০১৫-য় সেনা, নৌ সেনা ও বায়ু সেনার মহিলা কর্মীরা প্রথম এই জাতীয় কুচকাওয়াজে অংশ নেন। এবার দেখা যাবে বিএসএফের মহিলা বাইকারদের।
এই বাহিনীর নাম সীমা ভবানী অর্থাৎ সীমান্তের সাহসিনীরা। ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেলে চড়ে আসবেন এই বিএসএফ কর্মীরা। গত বছরই বিএসএফ মহিলা বাইকারদের এই দল গড়ে তুলেছে।
নিয়ম অনুযায়ী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে একবার সেনা ও পরের বার বিএসএফের বাইকাররা অংশ নেন। তাঁদের বাইক মার্চের মধ্য দিয়েই শেষ হয় কুচকাওয়াজ। এবার আসার কথা ছিল বিএসএফের, তারা ঠিক করেছে, যোগ দেবেন তাদের মহিলা বাইকাররা। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারাডে মহিলা বাইকারদের দেখা যাবে।
এঁদের সকলের বয়স ২৫-৩০-এর মধ্যে। বিএসএফ প্রশিক্ষকরা আধাসামরিক এই বাহিনীর নানা ক্ষেত্র থেকে বেছে এনে প্রশিক্ষণ দিয়েছেন এঁদের।
বাইকারদের পাশাপাশি বিএসএফের প্রবাদপ্রতিম উট বাহিনীকেও রাজপথের কুচকাওয়াজে দেখা যাবে।
প্রজাতন্ত্র দিবসে এবার দেখা যাবে বিএসএফের মহিলা বাইক আরোহীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2018 12:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -