বেঙ্গালুরু: মহিলাদের ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি একের পর এক ট্যুইট করে মোদীকে আক্রমণ করেছেন। সিদ্দারামাইয়া বলেছেন, ‘টোকেনিজম মোদীজি, আসল নীতি থেকেই আসল ক্ষমতায়ন হয়। গতকাল আপনি কাঠুয়ায় শিশু ধর্ষণকারীদের সমর্থকদের বিরুদ্ধে মোমবাতি মিছিলকে উপহাস করলেন, আর আজ মহিলা শক্তির জন্য ভাবনার কথা বলছেন।’



আজ ‘নরেন্দ্র মোদী অ্যাপ’-এর মাধ্যমে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে কথোপকথনের সময় মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেন মোদী। তাঁর দাবি, সরকার ও দল মহিলাদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এরই পাল্টা সিদ্দারামাইয়া বলেছেন, ‘যে শহরকে গতকাল আপনি উপহাস করেছেন, সেই বেঙ্গালুরুতেই কর্মক্ষেত্রে সর্বাধিক ২৫ শতাংশ মহিলা আছেন। আপনি যে শহরে থাকেন, সেই দিল্লিতে কর্মক্ষেত্রে ১০ শতাংশ মহিলা। আমরা নিশ্চয়ই ভাল কাজ করছি।’



কর্ণাটকের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, মাত্রুপূর্ণ প্রকল্পে তাঁর সরকার ১০ লক্ষ অন্তঃসত্ত্বা মহিলা ও সদ্য মা হওয়া মহিলাদের মিড-ডে মিল দিচ্ছে। ওই মহিলারা যাতে ভালভাবে সন্তানের জন্ম দিতে পারেন এবং সন্তান সুস্থ থাকে, সেটা নিশ্চিত করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। মহিলাদের ব্যবসা করার জন্য চার শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে।