বেঙ্গালুরু: কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে কথোপকথনের সময় মহিলাদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ বলেছেন, ‘আজ দেশ মহিলাদের উন্নয়ন থেকে মহিলাদের দ্বারা পরিচালিত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য আমাদের মন্ত্র এটাই। আমাদের দলেরও এই মন্ত্রের উপর বিশ্বাস আছে। সংগঠন, সরকার বা প্রকল্পের ক্ষেত্রে আমরা সবসময় মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিই।’


এ মাসের ১২ তারিখ কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ। তার আগে আজ মহিলাদের উদ্দেশে বিজেপি-র জয় নিশ্চিত করার জন্য বুথে যাওয়ার আহ্বান জানিয়েছেন মোদী। তিনি সম্প্রতি চিনে অনুষ্ঠিত হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের দু’টি ছবি দেখিয়ে বলেছেন, ‘বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ছাড়া আর কোনও মহিলা সেখানে ছিলেন না। সুষমা ও নির্মলার সঙ্গে কর্ণাটকের যোগ আছে। নির্মলা কর্ণাটক থেকেই রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বেলারিতে সনিয়া গাঁধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন সুষমা। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে আমাদের জিততে হবে এবং আমরা জিতব। তবে আমাদের পোলিং বুথে জিততে হবে। তার জন্য দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস সরকারের মিথ্যা প্রতিশ্রুতি ও অপকর্মের কথা প্রচার করতে হবে।’