নয়াদিল্লি: খুব শীঘ্রই অফিসার পদে যুদ্ধজাহাজে নিয়োগ করা হবে মহিলাদের। নৌসেনা সূত্রে খবর, এই মর্মে একটি নীতি তৈরি করা হচ্ছে, যাতে যথাযথ পরিষেবা সহ কিছু নির্দিষ্ট জাহাজে মহিলাদের নিয়োগ করা যায়।
নৌসেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল করমবীর সিংহ জানান, আর কয়েক বছরের মধ্যেই পুরুষ অফিসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রণতরীতে কাজ করতে দেখা যাবে মহিলাদেরও।
তিনি জানান, খুব শীঘ্রই ৫০ জন মহিলা যুদ্ধবিমানচালককে অন্তর্ভুক্ত করতে চলেছে নৌসেনা। এঁদের মধ্যে বেশ কয়েকজন নৌবাহিনীর বিভিন্ন পদে কাজ করছেন। ভাইস অ্যাডমিরাল বলেন, যুদ্ধজাহাজে থাকার পরিবেশ একেবারে ভিন্ন।
তাই, মহিলাদের যাতে যুদ্ধজাহাজে থাকতে বা কাজ করতে কোনও অসুবিধা না হয়, তার জন্য পরিষেবা ও পরিবেশে বদল আনতে চাইছে নৌসেনা। নির্দিষ্ট কয়েকটি রণতরীর ডিজাইনে বদন আনা হচ্ছে।