লখনউ: শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা এড়াতে পুরুষদের উচিত তাঁদের বাড়ির মেয়েদের বাইরে যেতে না দেওয়া। মেয়েদেরও একা কোথাও যাওয়া উচিত নয়। উত্তরপ্রদেশের রামপুরে প্রকাশ্য দিবালোকে দু জন মহিলার শ্লীলতাহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। তিনি বলেছেন, ‘এই সরকারের আমলে যে খুন, লুঠ, ধর্ষণ বেড়েছে, তাতে আশ্চর্যের কিছু নেই। বুলন্দশহরের ঘটনার পর পুরুষদের উচিত তাঁদের বাড়ির মহিলাদের যতটা সম্ভব বাড়িতেই রাখা। মহিলাদের নির্জন বা সন্দেহজনক জায়গা এড়িয়ে চলা উচিত।’


যোগী আদিত্যনাথ সরকারকে কটাক্ষ করে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী বলেছেন, ‘আমি যোগী সরকারকে অভিনন্দন জানাতে চাই। এই সরকারের গাফিলতির জন্য রাজ্যে অপরাধ বেড়ে গিয়েছে। যোগী সরকার ক্ষমতায় আসার পর কিছুদিনের মধ্যেই রাজ্যজুড়ে বেশ কয়েকটি খুন, ধর্ষণের ঘটনা ঘটেছে।’

রামপুরে প্রকাশ্য রাস্তায় ১৪ জন যুবক দুই মহিলার শ্লীলতাহানি করেছে। তারা সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এরই মধ্যে আজমের মন্তব্য নয়া বিতর্কের জন্ম দিল।