কোটা: করোনা আবহে আতঙ্ক ছড়াতে প্লাস্টিকে করে থুতু ফেলে লোকের বাড়ির ভিতর ছুঁড়ে মারছে কয়েকজন মহিলা। রাজস্থানের কোটার বল্লভবাদি এলাকায় সিসিটিভি ফুটেজে সামনে এল এই ভয়াবহ দৃশ্য।


দেশ জুড়ে করোনা আতঙ্কে চলছে ২১ দিনের লকডাউন। আগামীকাল সেই লকডাউনের শেষ দিন। লকডাউন বৃদ্ধি পাবে কিনা এই নিয়েও শুরু হয়েছে জল্পনা। কেবলমাত্র প্রয়োজন ছাড়া লকডাউনে বাড়ির বাইরে বেরোনো কড়াভাবে নিষিদ্ধ। যেহেতু মানুষের সংস্পর্শে এলেই বাড়ছে করোনা, সেজন্য মানতে বলা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স। এই পরিস্থিতিতে এমন ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে।




স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শী বলেন,  'রবিবার সকাল ১১টা নাগাদ আমরা দেখি চার-পাঁচজন মহিলা প্লাস্টিক ব্যাগে করে থুতু ফেলে আশেপাশের লোকজনের বাড়ির ভিতর ছুঁড়ে মারছে। আমরা যখন বুঝতে পারি কাজটা ঠিক কী করছে ওরা, আমরা ওদের ডাকি। কিন্তু ওরা  ছুটে পালিয়ে যায়। আমরা তারপর আমরা পুলিশ ও পৌরসভায় খবর দিই। '



গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আমরা কিছু মহিলার বিরুদ্ধে  অভিযোগ পেয়েছি। প্লাস্টিকের ভিতর থুতু ফেলে তা আশেপাশের লোকের বাড়ির ভিতর ছুঁড়ে দিচ্ছিল তারা। মারণ ভাইরাসের ভয়ে কাবু গোটা পৃথিবী। এমন সময় এইরকম কাজ আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোটার ওই অঞ্চলগুলিকে পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করার কাজ চলছে। ওই মহিলাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।