নয়াদিল্লি: এমফিল ও পিএইচডি সম্পূর্ণ করতে মহিলা ও শারীরিকভাবে প্রতিবন্ধী পড়ুয়ারা অতিরিক্ত সময় পাবেন। শিক্ষাঙ্গনে তাঁদের অধিকতর যোগদানে উত্সাহিত করতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ণমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিং প্রকাশ করতে গিয়ে এ কথা জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ণমন্ত্রী স্মৃতি ইরানি। উল্লেখ্য, এই প্রথম এ ধরনের র্যাঙ্কিং প্রকাশ করা হল।
স্মৃতি বলেন, উচ্চশিক্ষায় মহিলার যোগ দেন ঠিকই। কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁদের অনেককেই ফ্যাকাল্টি হিসেবে দেখা যায় না। মন্ত্রী বলেছেন, তাঁরা যাতে যথাযথ সক্রিয়তার সঙ্গে এমফিল ও পিএইচডি সম্পূর্ণ করতে পারেন, তা নিশ্চিত করতে নিয়মাবলী শিথিল করতে তিনি ইউজিসি-কে অনুরোধ করেছেন। এমফিল করার ক্ষেত্রে সময়সীমা দুই থেকে বাড়িয়ে তিন করা হয়েছে। আর পিএইচডি-র ক্ষেত্রে সময়সীমা ৬ থেকে বাড়িয়ে ৮ বছর করা হয়েছে।
স্মৃতি আরও জানিয়েছেন, দুই ক্ষেত্রেই মাতৃত্বকালীন ২৪০ দিনের ছুটি সময়সীমার বাইরে থাকবে।
এমফিল ও পিএইচডি শেষ করতে অতিরিক্ত সময় মহিলাদের: স্মৃতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2016 02:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -