নয়াদিল্লি ; মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল উইমেন্স পার্টির ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে মঙ্গলবার দিল্লিতে কেবলমাত্র মহিলাদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করলেন একজন চিকিৎসক । ৩৬ বছর বয়সি এই চিকিৎসকের নাম স্বেতা শেট্টি। চিকিৎসক ছাড়াও তিনি একজন সমাজকর্মী।
সংসদে মহিলাদের সংরক্ষণ, কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ এরকম আরও সমস্যার বিরুদ্ধে লড়াই করতেই এই দল গঠন করেন তিনি। আইনের জাঁতাকলে আটকে থেকে যে মহিলাদের সুবিচার পেতে দেরি হয় অথবা পারিবারিক হিংসার শিকার হওয়া বা সামাজিকভাবে স্বীকৃতি না পাওয়া মহিলাদের সাহায্য করতেই তৈরি করা হয়েছে এই দল। ২০১২ সালেই শুরু হয়ে গিয়েছিল এই দল তৈরির প্রক্রিয়া। সেই বছর লোকসভা ভোটে সংসদে মহিলাদের সংরক্ষণের বিষয়টি এড়িয়ে যাওয়ার পরই এই দল তৈরীর কথা মনে হয় স্বেতা শেট্টির। তেলেঙ্গানার একটি এনজিওতে কাজ করার সময় এই দল তৈরীর ভাবনা মাথায় আসে তাঁর।
পুরুষতান্ত্রিক রাজনীতিতে মহিলাদের নিজস্ব জায়গা এবং ক্ষমতা দেওয়াই এই দলের লক্ষ। জাতীয় স্তরে কাজ করার কথা বললেও এক্ষুনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলেননি স্বেতা শেট্টি। ২০১৪ সালে মাধুরী দীক্ষিত অভিনীত গুলাব গ্যাং ছবির মহিলা গঠিত দলকেই এবার বাস্তবে প্রত্যক্ষ করতে চলেছে রাজধানী।
সংরক্ষণ চেয়ে, কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ রুখতে এবার শুধু মহিলাদের নিয়ে নতুন পার্টি
web desk, ABP Ananda
Updated at:
19 Dec 2018 12:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -