মুম্বই: বৃহন্মু্ম্বই পুরসভা দখলে শিবসেনার কংগ্রেসের হাত ধরা নিয়ে জল্পনার মধ্যেই বিজেপি কোনও অবস্থাতেই কংগ্রেসের সঙ্গে নির্বাচন-পরবর্তী বোঝাপড়ায় যাবে না বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ। যে স্বচ্ছতার এজেন্ডা সামনে রেখে বিজেপি পুরভোটে লড়েছে, তাও পরিত্যাগ করবে না বলেও পরিষ্কার করে দেন তিনি।

মহারাষ্ট্র, ওড়িষার সাম্প্রতিক পুরভোটে দলের নজরকাড়া বিজয় উদযাপনে দেশজুড়ে প্রতিটি জেলায় বিজেপি উত্সব পালন করেছে আজ। মুম্বইয়ে সেরকমই এক অনুষ্ঠানে ফঢ়নবিশ বলেন, যারা আমাদের সঙ্গে আসবে, তাদের আমরা সঙ্গে নেব, কিন্তু যারা আমাদের সঙ্গে আসে না, তাদের ছাড়াই এগিয়ে যাব।

মু্ম্বইয়ের মেয়র পদ টার্গেট করে উদ্ধব ঠাকরে কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে এগচ্ছেন, এমন জল্পনা চলছে। সেদিকে ইঙ্গিত করে ফঢ়নবিশ বলেন, যারা কংগ্রেসের সঙ্গে যেতে চায়, তারা যাক। আমরা বাধা দেব না। আমরা আমাদের পথে চলব। বিজেপি আদর্শের সঙ্গে লড়াই  করে আদর্শ দিয়েই। বিএমসি-তে ক্ষমতা দখল হোক না না হোক, কখনও আমরা কংগ্রেসের সঙ্গে রফা করব না।

প্রসঙ্গত, শিবসেনা বিএমসি-তে একক ভাবে সবচেয়ে বড় দল হিসাবে উঠে এসেছে ৮৭টি আসন নিয়ে। বিজেপির ঝুলিতে আছে ৮২টি আসন। ফলে ২২৭ আসনের বিএমসি-তে শিবসেনা বা বিজেপি- কেউই একার শক্তিতে পুরসভা দখল করতে পারছে না। ম্যাজিক ফিগার ১১৪-য় পৌঁছতে দু দলই অবশ্য নিজ নিজ কৌশল মতো এগচ্ছে।