ভোটে হারলে মেয়র পদে সেনাকে সমর্থন নয়: জানাল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2017 09:32 AM (IST)
মুম্বই: বিএমসি ভোটে বিজেপি ১১৩-র ম্যাজিক পিগার পেরিয়ে যাবে বলে আশা খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশের। কিন্তু একইসঙ্গে বিজেপি জানিয়ে দিচ্ছে, যদি তারা সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে মেয়রের পদে শিবসেনাকে সমর্থনের প্রশ্নই নেই। তবে শিবসেনার প্রার্থীর বিরোধিতা করা হবে না ভোটদানে বিরত থাকা হবে- সে ব্যাপারে দল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বক্তব্যে পরিষ্কার, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট সরকার মোটেই ভাল চলছে না, সরকার পড়ে যাওয়াও অসম্ভব কিছু নয়।