নয়াদিল্লি: গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭২টি শিশুর মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ভালভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছে। মৃত শিশুদের পরিবারের লোকজনের কোনও অভিযোগ থাকলে তাঁরা ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন।

অক্সিজেনের অভাবে গোরক্ষপুরের ওই হাসপাতালে এতগুলি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সেই কারণেই এক আইনজীবী সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন। তিনি ‘সিট’ তদন্ত দাবি করেন। তবে সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে।