গতকাল টিডিপি-র আনা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লোকসভায় পরাস্ত হয়েছে। সংসদে গতকাল দীর্ঘ বিতর্কের পর অনাস্থা প্রস্তাব পরাস্ত হওয়ার পর চন্দ্রবাবু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, প্রধামন্ত্রীর ভাষণে ‘সস্তা বুলি’ ছাড়া অন্য কিছু ছিল না। রাজ্য সচিবালয়ে সাংবাদিক বৈঠকে চন্দ্রবাবুর অভিযোগ, রাজ্য ভাগের ফলে অন্ধ্রপ্রদেশ যে ধাক্কা খেয়েছে, তা সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দেননি। অন্ধ্রের পাঁচ কোটি মানুষ আশা করেছিলেন যে, কেন্দ্র সরকার গলতি সংশোধন করবে। কিন্তু তাঁদের সব আশা ধূলিসাৎ হয়ে গিয়েছে।
চন্দ্রবাবু আরও অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী দাম্ভিক। তিনি ক্ষমতার দম্ভ প্রদর্শন করেছেন। আমাদের রাজ্যকে ঠাট্টা করার ঢঙে কথা বলেছেন। সস্তা বুলি শুনিয়েছেন’।
প্রধানমন্ত্রীর ভাষণ হতাশাজনক বলেও চন্দ্রবাবু মন্তব্য করেছেন। ‘শেষ অস্ত্র’ হিসেবে টিডিপি অনাস্থা প্রস্তাব এনেছিল বলে জানিয়েছেন চন্দ্রবাবু। তিনি বলেছেন, তিনি দিল্লি গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করবেন।