বরাবাঁকি (উত্তরপ্রদেশ): সীমান্তে পাকিস্তানি কামানের গর্জনে পরিস্থতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যেই রাজনাথ সিংহ জানিয়ে দিলেন, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, কোনও অবস্থাতেই সরকার ভারতের মাথা হেঁট হতে দেবে না। তিনদিনের উত্তর প্রদেশ সফরে এক জনসভায় এই কঠোর মনোভাবের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও পাকিস্তানের নাম করেননি। তিনি আরও বলেন, ভারত আর দুর্বল রাষ্ট্র নয় মোটেই। ভারত শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছে। গোটা দুনিয়ার সামনে তার ভাবমূর্তি বদলে গিয়েছে। রাজৌরির কেরি সেক্টরে পাকিস্তান সেনার বর্ডার অ্যাকশন টিমের সদস্যদের হাতে চার ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর বদলা নিতে দ্রুত পাল্টা অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় জওয়ানরা হামলা চালান। ৫ সেনা কম্যান্ডোর একটি দল পাক সেনা চৌকি গুঁড়িয়ে দেয়, তিন পাক সেনা জওয়ান খতম হয়। এর এক মাসের মাথায় রাজনাথ গতকাল লখনউয়ে পাকিস্তানকে নাম না করে নিশানা করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের ইমেজ দুনিয়ার সামনে একটা শক্তিশালী রাষ্ট্রের। আমরা বিশ্বকে এটা বুঝিয়ে দিয়েছি যে, আমরা শুধু নিজেদের ভূখণ্ডেই নয়, প্রয়োজন পড়লে শত্রুর মাটিতে পা দিয়ে তাকে আঘাত করতে পারি। সেই ক্ষমতা অর্জন করেছে ভারত। এটাই বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারত বার্তা দিতে পেরেছে যে, দেশের মান মর্যাদার অবমাননা সহ্য করা হবে না। গত বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বেড়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায়। পাকিস্তানি সেনারা জম্মু ও রাজৌরির তিন সেক্টরে ভারতীয় চৌকিগুলির ওপর গোলাবর্ষণ চালিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মারা গিয়েছে ১২ জন। জখম ৬০-এর বেশি।