দেহরাদুন: 'বন্দেমাতরম' গাওয়া নিয়ে সংঘাত উত্তরাখণ্ডে। বন্দেমাতরম গাইবে না, ঘোষণা করে বিতর্কে জড়িয়েছে রাজ্য কংগ্রেস।
সম্প্রতি উত্তরাখণ্ডের বিজেপি সরকারের মন্ত্রী ধন সিংহ রাওয়াত জানান, উত্তরাখণ্ডে থাকতে হলে 'বন্দেমাতরম' গাইতে হবে। রাজ্যজুড়ে স্কুলে 'বন্দেমাতরম' গাওয়া বাধ্যতামূলক হতে চলেছে বলেও জানান তিনি।


পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি কিশোর উপাধ্যায় বলেন, মানুষের ওপর এভাবে ফতোয়া চাপিয়ে দেওয়া যায় না। আমি ঘোষণা করছি, আগামী এক মাস দলের অনুষ্ঠান, কর্মসূচিতে আমরা 'বন্দেমাতরম' গাইব না, দেখি কী হয়!
তবে কংগ্রেসের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় উত্তরাখণ্ড বিজেপি-র সভাপতি অজয় ভট্ট বলেছেন, দলীয়, সরকারি কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত গাওয়াটাই বরাবরের রীতি, দস্তুর। সেখানে কংগ্রেস নেতা বন্দেমাতরম গাইবেন না বলে ঘোষণা করেছেন, এটা ওঁদের ক্ষয়িষ্ণু সংস্কৃতিরই পরিচয়।