মুম্বই: ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজে নিষেধাজ্ঞায় সমর্থন অভিনেতা অজয় দেবগনের। বললেন, দেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করতে চান না তিনি।
এই মাসেই মুক্তি পাবে অজয় পরিচালিত ছবি "শিবায়"। বক্স অফিসে যা কর্ণ জোহরের "অ্যায় দিল হ্যায় মুশকিল"-এর প্রতিপক্ষ। কর্ণ জোহরের ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এরই প্রেক্ষিতে অজয়কে প্রশ্ন করা হয়, পাক-শিল্পীদের নিয়ে কাজ করতে তিনি ইচ্ছুক কিনা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, এই মুহূর্তে তিনি তা চান না। বলেন, এখন আমাদের উচিত দেশের পাশে দাঁড়ানো। আমরা প্রথমে ভারতীয়। আমার ছবি পাকিস্তানে মুক্তি পেল, কি, পেল না, তাতে আমার কিছু যায় আসে না। পাকিস্তানের শিল্পীরা তাঁদের দেশের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা এদেশ থেকে উপার্জন করে নিজেদের দেশকে সমর্থন করেন। আমাদের তাঁদের দেখেই শেখা উচিত।
তিনি আরও বলেন, আমি জানি, একজন জঙ্গির সঙ্গে তারকার তুলনা উচিত নয়। কিন্তু বর্তমান দুদেশের যা পরিস্থিতি, যেখানে বুলেট বিনিময় চলছে, সেখানে উভয়ের মধ্যে শিল্প-সংস্কৃতির আদানপ্রদান চলতে পারে না।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর উরি হামলার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সমস্ত পাকিস্তানি শিল্পীদের বয়কট করার কথা ঘোষণা করে।শুধু তাই নয়, এদেশ ছেড়ে চলে যাওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি, কর্ণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এবং শাহরুখ খান অভিনীত 'রঈস'-র মুক্তি নিয়েও হুমকি দেন তাঁরা। কারণ দুটি ছবিতেই অভিনয় করেছেন দুই পাকিস্তানি তারকা। ফাওয়াদ খান এবং মাহিরা খান।
পাক-শিল্পীদের সঙ্গে এখনই কাজ করতে চাই না: অজয় দেবগন
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2016 08:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -