নয়াদিল্লি: হনুমানজির থেকে অনুপ্রেরণা নিয়ে পরিশ্রম করুন। দলীয় সাংসদদের এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবারই শেষ হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে মঙ্গলবার, নয়াদিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রীরাম-ভক্ত হনুমানের কথা বলে দলীয় সাংসদদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বার্থে সরকারি কাজ করার জন্য তাঁর নির্দেশের অপেক্ষা করার প্রয়োজন নেই। দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। সেই উপলক্ষকে মাথায় রেখে মোদী বলেন, যখন লক্ষ্মণ অচৈতন্য হয়ে পড়েন, তখন তাঁর নিরাময়ের জন্য শ্রীরামের নির্দেশের অপেক্ষা না করে হনুমানজি বেরিয়ে পড়েছিলেন।
এরসঙ্গেই প্রধানমন্ত্রী যোগ করেন, একইভাবে সাংসদদেরও আমার নির্দেশ নেওয়ার অপেক্ষা করার প্রয়োজন নেই। তাঁদের উচিত, জনগণের জন্য নির্দিষ্ট সরকারের কাজ নিয়ে এগিয়ে যাওয়া। একইভাবে, হনুমানজির চারিত্রিক বৈশিষ্ট্যের কথাও এদিন উল্লেখ করেন মোদী। বলেন, উনি কারও থেকে কোনওদিন কিছুই নেন নি। অথচ, সবসময় দিয়ে গিয়েছেন। তেমন, আপনাদেরও মানুষকে শুধু দিয়ে যেতে হবে।
এদিনের বৈঠকে চলতি বাজেট অধিবেশনে সরকারের সাফল্য নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, প্রধানমন্ত্রীর মতে, সরকারের জন্য এবারের বাজেট অধিবেশন ভীষণই অর্থবহ ও কার্যকর হয়েছে। এই প্রেক্ষিতে তিনি দলীয় সাংসদদের জানান, গরিব ও বঞ্চিত শ্রেণির উন্নয়নের কাজ করতে এটাই সরকারের কাছে সেরা সুযোগ।