বাতিল নোটে বেতন নিতে নারাজ কর্মীদের ছাঁটাই করলেন নির্মাণ ব্যবসায়ী
ABP Ananda, web desk | 28 Dec 2016 11:50 AM (IST)
গ্রেটার নয়ডা: বাতিল নোটে বেতন নিতে অস্বীকার করায় কর্মীদের ছাঁটাই করলেন এক নির্মাণ ব্যবসায়ী। এ ব্যাপারে কর্মীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ডিএসপি অরবিন্দ যাদব বলেছেন, কর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই নির্মাণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কোনও বেনিয়ম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মীরা যাতে চেকের মাধ্যমে বেতন পান, তার চেষ্টা করা হচ্ছে। কর্মীরা ওই ব্যবসায়ীর অফিসের সামনে বিক্ষোভও দেখিয়েছেন। শেষ কুমার নামে এক কর্মীর অভিযোগ, অক্টোবরের বেতন পুরানো নোটে দেওয়া হলেও কর্মীরা তা নিয়েছিলেন। এখন ওই নির্মাণ ব্যবসায়ী নভেম্বরের বেতন এবং ডিসেম্বরের আগাম বেতনও বাতিল নোটে নেওয়ার জন্য কর্মীদের চাপ দিচ্ছেন। কর্মীরা তা নিতে রাজি না হওয়ায় তাঁদের ছাঁটাই করার কথা জানানো হয়।