গণেশ পুজোর ডোনেশন না দেওয়ায় বেকারির শ্রমিকদের কান ধরে ওঠবোস!
Web Desk, ABP Ananda | 23 Aug 2016 09:49 AM (IST)
পুনে: গণেশ পুজোর ডোনেশন না দেওয়ায় বেকারির কর্মীদের কান ধরে ওঠবোস করতে বাধ্য করার অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় গণেশ মন্ডল। পুলিশ জানিয়েছে, ওঠবোস করানোর দৃশ্যের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ভোসারি থানার পুলিশ সূত্রের খবর, গত ১৫ আগস্ট স্থানীয় ওই বেকারিতে আচমকা হাজির হয় অভিযুক্তরা। দাবি, সামনেই গণেশ পুজো। ১৫১ টাকা ‘ভারগানি’ (ডোনেশন) দিতে হবে শ্রমিকদের। ঘটনাচক্রে ওই শ্রমিকরা মহারাষ্ট্রের বাইরের লোক। তাঁরা জানান, মালিক কারখানায় নেই। তাঁরা চাঁদা দিতে পারবেন না। এতেই ক্ষিপ্ত হয়ে প্রকাশ লাংগাড়ে, গণেশ লাংগাড়ে ও মহেশ মারে নামে তিনি অভিযুক্ত শ্রমিকদের গালিগালাজ করে তাঁদের কান ধরে ওঠবোস করান। ইরশাদ মহম্মদ আয়ুব খান নামে এক শ্রমিক ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (প্রকাশ্যে অশালীন আচরণ বা কথা বলা), ৩৪১ (অন্যায় ভাবে আটকে রাখা), ৩৮৫ (তোলাবাজি), ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন) ধারার আওতায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলছে।