নয়াদিল্লি: গত ৬ এপ্রিল করোনা ভাইরাসকে ‘চিনা ভাইরাস’ নাম দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তেলেঙ্গনার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ।  ‘চাইনিজ ভাইরাস গো ব্যাক’, রাজা সিংহর এই স্লোগানের পরিপ্রেক্ষিতেই বিজেপি নেতাকে চিঠি লেখে চিন। ভারতে অবস্থিত চিনা দূতাবাসের তরফে চিঠি যায় রাজা সিংহর কাছে। সেখানে চিনা রাষ্ট্রদূত লিউ বিং বিজেপি নেতাকে লেখেন, “আপনার মন্তব্য মানুষের মধ্যে ভুল ধারনার জন্ম দেব।”


আরও পড়ুন:  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ইন্ডিগো-কর্মীর


এই চিঠির পাল্টা জবাব দিয়েছেন তেলেঙ্গনার বিজেপি নেতা। চিনা দূতাবাসকে দেওয়া প্রত্যুত্তরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চিনা ভাইরাস’ মন্তব্যকে তুলে ধরে লেখেন, “গোটা পৃথিবী বিশ্বাস করে চিনের উহান থেকেই ছড়িয়েছে নভেল করোনা ভাইরাস।” এখানেই শেষ নয়। আরও একধাপ এগিয়ে রাজা সিংহ লেখেন, চিনের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে সাহায্য করা।


আরও পড়ুন: ঋষিকেশে অকারণে বাইরে, লাইন করে বসিয়ে ১০ বিদেশিকে উত্তরাখন্ড পুলিশ সাদা কাগজে লেখালো, ‘লকডাউন মেনে চলিনি, সরি!’


উল্লেখ্য, এই কোভিড – ১৯ নামের মারণ ভাইরাসে এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ১৬ লক্ষের ওপর মানুষ। ভারতে এই ভাইরাস প্রাণ কেড়েছে ২৭৩ জনের। আক্রান্ত ৮ হাজারের ওপরে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মহারাষ্ট্র। দেশে সেখানেই সর্বাধিক ১২৭ জনের মৃত্যু হয়েছে।