ভারত রাস্তা দেখাবে, আশা নিয়ে তাকিয়ে রয়েছে বিশ্ব, বললেন ভাগবত
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2017 03:47 PM (IST)
জয়পুর: পরীক্ষা নিরীক্ষায় ক্লান্ত, বিরক্ত, ভারতের দিকে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া। তাদের আশা, ভারতে বাকি দেশগুলিকে রাস্তা দেখাবে। বললেন মোহন ভাগবত।
এখানে এক অনু্ষ্ঠানে আরএসএস প্রধান বলেন, গোটা বিশ্বের নজর পূবে, তারা তাকিয়ে রয়েছে ভারত, চিনের দিকে। কিন্তু চিনকে নিয়ে সংশয় রয়েছে, তাই তারা আশা নিয়ে ভারতের মুখাপেক্ষী হয়েছে। ভারত তাদের নেতৃত্ব দিক, চায় আজকের বিশ্ব। এজন্য দেশের ভিতরে ভাল কাজে উত্সাহ বাড়ানো প্রয়োজন যাতে শুভ কাজ, চিন্তাভাবনায় বিশ্বের নেতা হতে পারে দেশ।
রাজস্থানের সেবা ভারতী সমিতির নতুন ভবনের উদ্বোধন করে সঙ্ঘ প্রধান বলেন, মানুষ, সমাজ ও দেশের সেবা করে যেতে হয় বিনা প্রচারে। আরএসএসও জনগণ ও সমাজের সেবাও জড়িত বলে জানিয়ে তিনি বলেন, সেবাই সঙ্ঘের কাজ, তা দেখা যায় না। নেপালে ২০১৫-র বিধ্বংসী ভূমিকম্পের সময় ভারতের পাঠানো সাহায্যের উল্লেখ করেন ভাগবত। বলেন, প্রযুক্তি দূরত্ব, ব্যবধান মুছে দিয়েছে, যাদের সাহায্য দরকার, তাদের কাছে পৌঁছতে অল্প সময়ই লাগে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেন, সাম্প্রতিক বছরগুলিতে সামাজিক সম্প্রীতি হ্রাস পেয়েছে। সেবার মাধ্যমে তা বাড়ানো প্রয়োজন। তাঁর সরকার রাজ্যে মন্দির ও ঐতিহাসিক সৌধগুলির সংস্কার ও সুরক্ষার কাজ হাতে নিয়েছে বলেও জানান তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -