শত্রু খোঁচা দিলে চোখ উপড়ে নিতে পারি: প্রতিরক্ষামন্ত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
27 Nov 2016 02:50 PM (IST)
পানাজি: ভারত যুদ্ধ চায় না। কিন্তু শত্রু যদি উত্যক্ত করতে থাকে, তবে তার চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা রাখে। বললেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।
গোয়ায় এক জনসভায় পর্রীকর বলেছেন, ভারত যুদ্ধপিপাসু নয়। কিন্তু কেউ যদি লাল চোখে এ দেশের দিকে তাকায়, তবে সেই চোখ উপড়ে নিয়ে তাদের হাতে দেওয়ার মত ক্ষমতা আছে। তাঁর কথায়, গোয়ার মানুষ বিশ্বকে বলতে পারেন, তাঁরা এমন একজনকে কেন্দ্রে পাঠিয়েছেন, যিনি শত্রুর গালে চড় মারতে দ্বিধা করেন না।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, শত্রুপক্ষের যে কোনও প্ররোচনার জবাব দিতে ভারতীয় সেনা একেবারে তৈরি। তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন, খরগোশ শিকার করতে গেলেও বাঘ শিকারের প্রস্তুতি নেওয়া উচিত।
দিনতিনেক আগে ডিজিএমও পর্যায়ের আলোচনায় পাকিস্তান যে গুলিবর্ষণ বন্ধের অনুরোধ করে, সেই প্রসঙ্গ টেনে পর্রীকর বলেছেন, সীমান্তে শেষ তিনদিন কোনও গুলিগোলা চলেনি। কারণ পাকিস্তান একবার গুলি চালালেই জবাবে দু’বার গুলিবর্ষণ করে তাদের মুখ বন্ধ করে দিয়েছে ভারত। মুখের মত জবাব পেয়ে এবার পথে এসেছে তারা। এবার নিজেরাই এসে বলেছে, গুলিবর্ষণ বন্ধ হোক।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -