শ্রীনগর: অশান্ত উপত্যকায় নিজের পক্ষে সমর্থন টানতে এবার বহুব্যবহৃত সহানুভূতি তাস খেললেন খোদ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত জঙ্গি বুহান ওয়ানিকে নিয়ে ওমর আবদুল্লার একের পর এক সহানুভূতিসূচক টুইটের ধাক্কা সামলাতে মেহবুবা বলে ফেললেন, এনকাউন্টারের কথা আগে থেকে জানলে তিনি বুরহানকে মারতেই দিতেন না। তাঁর দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ১৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পিডিপি- বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী বলছে, ওরা সন্দেহ করেছিল, ৩জন জঙ্গি লুকিয়ে আছে। যদি বুরহানের ব্যাপারে আমি আগে থেকে জানতাম, তাহলে রাজ্যের আর্থিক পরিস্থিতি, উন্নততর নিরাপত্তা ও পর্যটন শিল্পের স্বার্থে ওকে আর একটা সুযোগ দিতাম। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সংসদ হামলার অপরাধী আফজল গুরুকে ফাঁসি দেওয়ার কথা আবদুল্লা আগে থেকেই জানতেন। তাই নিরাপত্তা সংক্রান্ত বিরাট ব্যবস্থা করেছিলেন। কিন্তু তাঁরা ওয়ানির ব্যাপারে কিছুই জানতেন না। শান্তির খাতিরে কারফিউ চালু করেছিলেন, তাও বারবার লঙ্ঘিত হয়েছে। উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পেলেট গানের ব্যবহার বন্ধেরও ডাক দিয়েছেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করে ভারতের পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করা উচিত বলেও মেহবুবা মন্তব্য করেছেন।
ন্যাশনাল কনফারেন্স অবশ্য মেহবুবার বক্তব্য নাটুকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, মেহবুবা বাজে গুজব রটিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন।
এনকাউন্টারের কথা আগে থেকে জানলে বুরহানকে বাঁচাতাম: আলটপকা মন্তব্যে বিতর্কে মেহবুবা মুফতি
ABP Ananda, web desk
Updated at:
29 Jul 2016 04:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -