মুম্বই: রাহুল গাঁধীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন, তাঁকে দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেখার বাসনাও প্রকাশ করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর খুব কাছের লোক বলে পরিচিত সুধীন্দ্র কুলকার্নি। তাঁর বক্তব্য, কাশ্মীর ইস্যুর মতো বড় সমস্যাগুলির সমাধান করতে পারেন, ভারতের এমন এক নেতার প্রয়োজন। রাহুল গাঁধীর সেই ক্ষমতা আছে। মুম্বইয়ে কংগ্রেস নেতা সলমন খুরশিদের লেখা একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশের মঞ্চে এক আলোচনাচক্রে সুধীন্দ্র বলেন, রাহুল সুন্দর হৃদয়, মনের অধিকারী একজন নেতা। তরুণ, আদর্শবাদী। সহানুভূতিশীল মানুষ। সাম্প্রতিককালে আর কোনও নেতা ওঁর মতো ভালবাসা, স্নেহ, সহানুভূতি, দরদ দিয়ে কথা বলেননি। আলাপ-আলোচনাই পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, বিতর্ক দূর করার একমাত্র রাস্তা বলে জানান সুধীন্দ্র। এও বলেন, ভারতকে এক মহান রাষ্ট্র হতে গেলে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। পাকিস্তানের সঙ্গে সমস্যা মেটাতে কী করনীয়, তা অবশ্যই আমাদের বলতে হবে। সেজন্যই বলেছি, রাহুল গাঁধীকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসাবে চাই। রাজীব গাঁধী বিরোধী নেতা থাকাকালে আফগানিস্তানে গিয়েছিলেন। একই ভাবে রাহুলজীও পাকিস্তান, বাংলাদেশ, চিনের মতো প্রতিবেশী দেশে যান, বড় মাপের নেতা হয়ে উঠুন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলির সমাধানে নতুন নতুন আইডিয়া দিন, যা মোদীজী করতে পারেননি। নিজেকে কংগ্রেসের 'শুভানুধ্যায়ী' বলে উল্লেখ করে সুধীন্দ্র প্রস্তাব দিয়েছেন, মতপার্থক্য সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে আলোচনা হোক আরএসএসের।