নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৭ সেনাকর্মীর দেহ যেভাবে পিসবোর্ডের বাক্স করে নিয়ে আসা হয়েছে, তা অবশ্যই নিয়ম মেনে হয়নি। এক বিবৃতিতে এ কথা স্বীকার করেছে ভারতীয় সেনা।

শুক্রবার সকালে অরুণাচলের তাওয়াংয়ে চিন সীমান্তের কাছে ভেঙে পড়ে বায়ুসেনার একটি এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টার। রাশিয়ায় তৈরি ওই কপ্টারটি ওড়ে খিরমু থেকে, সেনার ১০ মাদ্রাজ রেজিমেন্টের ছাউনিতে কেরোসিনের বাক্স ফেলতে ইয়াংৎসে যাচ্ছিল সেটি। তাওয়াং থেকে ১৩০ কিলোমিটার দূরে টাপুগার এলাকায় কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

দুর্ঘটনায় মারা যান ৫ বায়ুসেনা ও ২ সেনা কর্মী। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ে, তাঁদের দেহ উদ্ধারের পর প্লাস্টিক শিট ও পিসবোর্ডের বাক্সে তা তুলে আনা হয়েছে। এর তীব্র নিন্দা করে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ টুইট করেন, ৭ তরুণ গতকাল সূর্যালোকে বাইরে পা রেখেছিলেন, দেশের সেবা করতে। এভাবে ঘরে ফিরলেন তাঁরা।



এরপরই সেনা টুইট করে স্বীকার করে নেয়, যেভাবে হাতের কাছে থাকা জিনিসপত্র ব্যবহার করে মৃত সেনাকর্মীদের দেহ তুলে আনা হয়েছে তা অবশ্যই স্খলন। মৃত সেনাদের সব সময় সম্পূর্ণ মিলিটারি সম্মান দেওয়া হয়। মৃতদেহ যাতে বডি ব্যাগ, কাঠের বাক্স ও কফিনে নিয়ে আসা হয়, তা নিশ্চিত করা হবে।