ছেলে বেশি ধর্মে ঝুঁকছে না তো! খেয়াল রাখুন, বাবা-মাকে তসলিমা, বিতর্ক
web desk, ABP Ananda | 06 Jul 2016 09:46 AM (IST)
নয়াদিল্লি: তসলিমা নাসরিন ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে । এবার তিনি টুইট করে মা-বাবাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের সন্তানকে যদি হঠাত্ দেখেন ধর্মের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছেন, ধর্মের কথা বেশি শুনছেন, পাঠ করছেন, তাহলে তাঁকে থামান। বুঝবেন কোথাও তাঁদের মনের ভেতর সন্ত্রাসমূলক চিন্তা ভাবনা দানা বাঁধছে। এঁরা ভবিষ্যতে ভয়ঙ্কর কোনও জঙ্গি সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে, বিশ্বের যেকোনও প্রান্তে হামলা চালিয়ে সাধারণ মানুষের ক্ষতি করবে। তাঁর মুসলিম ধর্মের বাবা-মায়ের প্রতি আর্জি, সময় থাকতে নিজের সন্তানদের থামান। তসলিমা নাসরিনের এধরনের বিতর্কিত মন্তব্যে সমালোচিত হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কড়া ভাষায় লেখিকার এধরনের পরামর্শের প্রতিবাদও করা হয়েছে। নিজের বিভিন্ন সাহসী লেখা, মতাদর্শের জন্যে অনেক সময়ই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হয়েছে তসলিমাকে। বিতর্ক কার্যত তাঁর জীবনের সবসময়ের সঙ্গী।দিন কয়েক আগেই তিনি ঢাকায় সন্ত্রাস হামলার পর মন্তব্য করেন, মানুষ ইসলাম ধর্মকে শান্তির দূত বলাটা এবার বন্ধ করুক। এই মন্তব্যের পরও সমালোচনার ঝড় ওঠে।