নয়াদিল্লি:  ব্যবহারকারীর পকেটেই এবার ফেটে গেল জিওমি রেডমি নোট ৪ স্মার্টফোন। ঘটনার জেরে গুরুতর আহত সেই ব্যক্তি। দুর্ঘটনার কথা স্বীকার করে তদন্ত শুরু করল প্রস্তুতকারী সংস্থা। এই ঘটনার পর জিওমির তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে কাস্টমরদের নিরাপত্তাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাঁদের স্বার্থের সঙ্গে কোনওভাবেই সমঝোতায় রাজি নন তাঁরা।

গতকাল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাভুলাপালেমে এক ব্যক্তির পকেটেই আচমকা ফেটে যায় জিওমি রেডমি নোট ফোর স্মার্টফোনটি। জানা গিয়েছে, ভাবনা সূর্যকিরণ নামে এক ব্যক্তি এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন। কেন এমন ঘটল, খতিয়ে দেখছে প্রস্তুতকারী সংস্থা। প্রস্তুতকারী সংস্থা আহত কাস্টমরের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর থেকে ক্ষতিগ্রস্থ স্মার্টফোনটি নিয়ে খতিয়ে দেখা হবে, কোথায় সমস্যা হয়েছে? প্রসঙ্গত, জিওমির সমস্ত যন্ত্রই পরীক্ষিত। জানা গিয়েছে, বিস্ফোরণটি যখন ঘটে ব্যবহারকারী তখন বাইক চালাচ্ছিলেন। আগুনে জ্বলে যাওয়ার পর জল ঢেলে নেভানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি।

মাত্র কুড়ি দিন আগেই ফোনটি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন সূর্যকিরণ। সূত্রের খবর, ব্যবহারকারী জিওমির বিরুদ্ধে আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছেন। এমনকি ক্ষতিপূরণও দাবি করবেন বলে জানা গিয়েছে।