লখনউ: কলহ, বিদ্রোহ, বিবাদ, বিদ্বেষ এসবের মধ্যেই একতার বার্তা দিল উত্তরপ্রদেশের যাদব পরিবার।

উপলক্ষ্য রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ‘রথযাত্রা’। আর সেই রথের ‘সারথী’ হিসেবে দেখা গেল সমাজবাদী পার্টি (সপা) সুপ্রিমো তথা অখিলেশের বাবা মুলায়ম সিংহ যাদব। তাঁর সঙ্গে আবির্ভাব হলেন মুলায়মের ভাই শিবপাল যাদব—যাঁকে ঘিরেই যাদব পরিবারে গত কয়েক সপ্তাহ ধরে তুলকালাম চলছে।

এদিন অখিলেশের যাত্রার সূচনা করেন মুলায়ম। পাশে দাঁড়িয়ে ভাইপো অখিলেশকে শুভকামনা দেন শিবপাল। অথচ, কয়েকদিন আগে পর্যন্ত, ঘোর অন্তর্কলহে বিপর্যস্ত হয়ে দুই শিবিরে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল সপা-র।

একদিকে মুলায়ম ও তাঁর ভাই শিবপাল। অন্যদিকে অখিলেশ। পারিবারিক বিবাদের জেরে ক্ষতবিক্ষত হতে হয় দলকে। এক সময়, দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে বসেন অখিলেশ। যার জেরে নির্বাচনের আগে জোর ধাক্কা খায় দলের ভাবমুর্তি।

এমতাবস্থায়, দলের মধ্যে দুই বিবাদমান পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে আসরে নামতে হয় খোদ মুলায়মকে। তাঁর প্রচেষ্টার জেরেই এদিন এক মঞ্চে দেখা যায় অখিলেশ-শিবপালকে। এদিন লখলউয়ের লা মার্টিনিয়ার গ্রাউন্ডে হাজির হয়ে ভাইকে পাশে রেখে অখিলেশের ‘বিকাশ সে বিজয় কি ওর’ যাত্রার শুভসূচনা করেন মুলায়ম।

এদিন মঞ্চে দেখা যায় মুলায়মকে মাঝে রেখে তাঁর দুই দিকে বসে রয়েছেন অখিলেশ ও শিবপাল। জমায়েতের সামনে বার্তা দিতে চান, যে দল অখণ্ডই আছে। ভাইপোর নির্বাচনী যাত্রার আগে তাঁকে শুভেচ্ছা জানান কাকা তথা সপা-র শীর্ষ নেতা শিবপাল যাদব। বলেন, অখিলেশকে আমি শুভকামনা জানাচ্ছি। তিনি যোগ করেন, আমাদের লক্ষ্য হবে আসন্ন নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলকে রোখা।

অখিলেশও তাঁর যাত্রার সূচনায় উপস্থিত থাকার জন্য মুলায়ম ও শিবপালকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, আমি খুশি যে নেতাজি (মুলায়ম) ও শিবপাল এখানে এসেছেন। আরও অনেকে ক্রমশ আসবেন। তাঁর আশা, ধীরে ধীরে যা দূরত্ব রয়েছে, তা মুছে যাবে।

শিবপাল ও অখিলেশের দ্বৈরথের জেরে তীব্র ডামাডোল শুরু হয়ে গিয়েছিল সপা-য়। দুই পক্ষই অপর পক্ষের একের পর এক নেতা-মন্ত্রীদের বহিষ্কার করার পথে নেমেছিল। মন্ত্রিত্ব থেকে শিবপালকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী অখিলেশ। এরপরই অখিলেশকে সমর্থন করার জন্য দলের সাধারণ সম্পাদক তথা ভাইপো রামগোপাল যাদবকে ৬ বছরের জন্য বহিষ্কার করেন মুলায়ম।