হায়দরাবাদ: সরকারের কাজকর্ম নিয়ে আপত্তি থাকলে এবং দলের মধ্যে নিজেদের আপত্তির কথা জানানোর যথেষ্ট সুযোগ না পেলে যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করলেন তেলঙ্গানার বিজেপি মুখপাত্র কৃষ্ণসাগর রাও। তিনি বলেছেন, ‘অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে যশবন্ত সিনহার বিষোদগারকে একজন হতাশাগ্রস্ত ব্যক্তির মতামত হিসেবেই দেখছে বিজেপি। যশবন্ত এমন একজন ব্যক্তি, যিনি সরকারের অংশ হতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ পাননি। সেই কারণেই তিনি অর্থমন্ত্রক ও অরুণ জেটলিকে আক্রমণ করছেন। না হলে শুধু নির্বাচনের সময়ই তিনি কেন আক্রমণ করছেন?’

যশবন্ত ও শত্রুঘ্নকে আক্রমণ করে কৃষ্ণসাগর আরও বলেছেন, ‘বিজেপি যখনই নির্বাচনে লড়াই করে, সেই সময়ই যশবন্ত সিনহা বা শত্রুঘ্ন সিনহা এই ধরনের মন্তব্য করেন। বিহার, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় এই ঘটনা দেখা গিয়েছিল। এখন হিমাচল প্রদেশ ও গুজরাতে বিধানসভা নির্বাচনের সময় একই ঘটনা দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে একটি জটিল চক্রান্তে জড়িয়ে পড়েছেন তাঁরা। বিজেপি মনে করছে, অন্য কেউ তাঁদের ব্যবহার করছে।’

কৃষ্ণসাগরের দাবি, যশবন্ত ও শত্রুঘ্ন দলীয় শৃঙ্খলার লক্ষ্মণরেখা পার করে ফেলেছেন। এই দুই প্রবীণ নেতার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে কি না, সেটা আলোচনার বিষয়। তাঁরা পদত্যাগ করলেই সবচেয়ে ভাল হবে।