ইয়াভাতমাল (মহারাষ্ট্র): পুলিশ সম্বন্ধে চেনা ধারণা বদলে দেবে এই খবর।

 

খরাবিধ্বস্ত মহারাষ্ট্রে কৃষকদের সাহায্যে এগিয়ে এল পুলিশ। যে কৃষকরা আত্মহত্যা করেছেন তাঁদের সন্তানদের সাহায্য করার জন্য এবং রাজ্য সরকারের ‘বলিরাজা চেতনা অভিযান’ তহবিলে মোট ৭.৫ লক্ষ টাকা দান করল ইয়াভাতমাল জেলা পুলিশ।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়াভাতমালে যে ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন তাঁদের ২৫ জন সন্তানের পড়াশোনার খরচ বাবদ ২.৫ লক্ষ টাকা দান করা হচ্ছে। বাকি ৫ লক্ষ টাকা দান করা হচ্ছে বলিরাজা চেতনা অভিযান তহবিলে। কৃষকদের আত্মহত্যার প্রবণতা রোখা এবং তাঁদের কল্যাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য তৈরি করা হয়েছে এই তহবিল।

 

দান করা অর্থ জোগাড় করা হয়েছে পুলিশকর্মীদের বেতন, পুলিশ কল্যাণ তহবিল এবং বার্ষিক সঙ্গীতানুষ্ঠান থেকে। এ বছর খরার কারণে কৃষকরা সমস্যায় পড়ায় পুলিশকর্মীরা নিজেদের তহবিলের অর্থ দান করার সিদ্ধান্ত নেন। জেলাশাসকের হাতে এই অর্থ তুলে দিয়েছেন পুলিশ সুপার অখিলেশ কুমার সিংহ।