নয়াদিল্লি: আগামী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী শিবিরে তত্পরতা শুরু হয়েছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করলেন। সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলির মিলিতভাবে কোনও একজনকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার সম্ভাবনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল সনিয়ার বাসভবনে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি-ইউ নেতা নীতীশ কুমার। এরপর গতকালই সীতাচুরিও কংগ্রেস সভানেত্রীর বাসভবনে যান।
সিপিএম সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই দুজনের আলোচনা হয়েছে। বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষদলগুলির পক্ষে গ্রহণযোগ্য কোনও একজনকে রাষ্ট্রপতি প্রার্থী করার সম্ভাবনা নিয়ে সনিয়া ও ইয়েচুরির মধ্যে আলোচনা হয়েছে। সনিয়া এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সিপিএম এর আগেই এনসিপি প্রধান শরদ পাওয়ার ও আরজেডি প্রধান লালু প্রসাদের সঙ্গে ঘরোয়া আলোচনা করেছে।
সিপিএম সূত্রের খবর, বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে পারে।
বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেই বিরোধীদলগুলির প্রার্থী করা হতে পারে কিনা, এই প্রশ্নের জবাবে ওই সূত্রটি থেকে বলা হয়েছে, সব বিকল্পই খোলা রাখা হয়েছে। বিরোধী দলগুলি রাজি হলে তা সম্ভব হতে পারে। তবে এক্ষেত্রে বিষয়টি প্রণবের মতামতের ওপরও নির্ভরশীল। তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হতে চান কিনা, সেটাও জানতে হবে।
আগামী ২৪ জুলাই প্রণবের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে। ২০১২-র জুলাইতে তিনি রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সনিয়ার সঙ্গে আলোচনা ইয়েচুরির
ABP Ananda, web desk
Updated at:
21 Apr 2017 01:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -